Wednesday

ফ্রুট ফেশিয়াল Fruit Facial

 ফ্রুট ফেশিয়াল  Fruit Facial



নিত্য নৈমিত্তিক কাজ সামলাতে প্রতিদিনই আমাদের কোনো না কোনো প্রয়োজনে বাইরে যেতেই হয়। বাইরে না যাওয়াটাই কি আর সম্ভব জীবন তো আর জেলখানা নয় আর বাইরে বের হওয়া মানেই ধুলা ময়লায় একাকার। 

বায়ু দূষনের প্রভাবটা আমাদের ত্বককে এমনভাবে প্রভাবিত করছে যা বুঝতে আর বাকি নেই কারোর। পরিবেশের এই দূষণের প্রভাবে ত্বক যেমন ক্ষতিগ্রস্থ তা থেকে মুক্তির উপায়ও কিন্তু আছে অবশ্যয়। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি কিছু ঘরোয়া ফেশিয়াল আপনাকে দেবে সজীব ও প্রানবন্ত ত্বক। আপনাকে করে তুলবে আকর্ষণীয় ঘরে বাইরে দশ জনের মধ্যে একজন।

আসুন তবে জেনে নিই কিভাবে করা যায় ঘরোয়া এই ফ্রুট ফেশিয়াল ঃঃ 

প্রথমে আপনি ভালোভাবে আপনার মুখ পরিষ্কার করে নিন তবে কোনো ফেসওয়াস নয় ব্যবহার করুন বেশন যা ফেসওয়াসের চেয়েও দ্বীগুণ কার্যকরী। বেশন আপনার মুখের মরা চামড়া তুলতে সাহায্য করে এতে করে আপনাকে আলাদাভাবে আর কোনো স্ক্রাবার ব্যবহার করতে হবে না। বেশন দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করার পর আপনি টমেটোর রসের সাথে দুই টেবিল চামচ চাউলের গুড়া সাথে আধা কাপ দুধ মিশিয়ে পেস্ট তৈরী করে নিন। অবশ্যয় সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরী করবেন। তারপর আপনি এই পেস্টটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনার মুখে ও গলায় ভালোভাবে মেখে নিন। কমপক্ষে  ৩০মিনিট এইভাবে লাগিয়ে রাখুন। ৩০মিনিট পর ধীরে ধীরে এই ফেসিয়াল পেকটি ধুয়ে ফেলুন। আপনি তখন অনেকটা ফ্রেসনেস ফিল করবেন।

কলা দিয়ে ময়েশ্চার করে নিন আপনার ত্বকঃ

একটি কলা নিয়ে একটু চটকিয়ে নিন। চটকানো কলা আপনার মুখে খুব ভালো করে মেখে নিন ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে ২০ মিনিট ধরে মাখুন সম্পূর্ণ মাখা হয়ে গেলে কিছু সময় রেখে ধুয়ে নিন। এরপর দীর্ঘ সময় থাকে এমন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আপনি তখনই বুঝতে পারবেন কতোটা ভালো দেখাচ্ছে আপনাকে।

অবশ্যয় সাবান বা ফেসওয়াশের পরিবর্তে বেশন ব্যবহার করুন এতে আপনার ত্বক সতেজ ও পরিচ্ছন্ন থাকবে। সাবান ত্বকে মরা চামড়ার প্রাদুর্ভাব বাড়িয়ে তুলে ও ত্বকে বয়সের চাপ তৈরী করে।

No comments:

Post a Comment

New story নিউ স্টোরী

 গরম সব গল্প শুনতে এক্ষুনি ক্লিক করুন